ব্যাটারিটির আকার একটি সিগারেট প্যাকেটের মত। ইসরাইলের টেল অ্যাভিভ শহরে অনুষ্ঠিত ঐ প্রদর্শনীতে একটি স্যামসাং গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের ব্যাটারিকে ০% থেকে ১০০% চার্জিং লেভেলে আনতে মাত্র ২৬ সেকেন্ড সময় নিয়েছে স্টোরডটের চার্জার।
এই ব্যাটারিটি বর্তমানে একদম প্রাথমিক ডেভলপমেন্ট পর্যায়ে আছে। এটি বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হয়ে বাজারে আসতে ২০১৬ পর্যন্ত সময় নিতে পারে। এটি তৈরিতে কত খরচ পড়ছে তা জানায়নি এর নির্মাতা। তবে কোম্পানিটির প্রতিষ্ঠাতা সিইও ডক্টর ডরন মেয়ারসডর্ফ বলেছেন, এগুলো তৈরি করে সাধারণ ব্যাটারির তুলনায় ৩০%-৪০% বেশি খরচ হবে। আর ভবিষ্যতে এই দাম কমে আসবে। তখন এর আকৃতি মোবাইলের ব্যাটারির মতই হবে। অনলাইনে ফাইল রাখার জন্য সেরা ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস কোনটি?