আইক্যান বিশ্বের সকল .COM ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিস প্রশাসনের জন্য ভেরিসাইন নামের একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। জানুয়ারি ২০২০ এ আইক্যান ও ভেরিসাইন তাদের মধ্যকার চুক্তিতে কিছু পরিবর্তন এনেছে যার ফলে আগামী ১০ বছরের মধ্যে ডটকম ডোমেইনের খরচ ৭০% পর্যন্ত বাড়তে পারে।
![]() |
দাম বাড়ছে .COM ডোমেইনের |
বর্তমানে এই খরচ সর্বনিম্ন ৭.৮৫ ডলার। আগামী ৩ বছর ধরে প্রতি বছর ৭% পর্যন্ত বাড়তে পারে ডটকম ডোমেইনের দাম। এবছর অক্টোবরে .COM ডোমেইনের দাম .৫৩ ডলার বৃদ্ধি পেতে পারে। আগামী ৩ বছর নিয়মিত ৭% করে বেড়ে ২ বছরের জন্য দাম বৃদ্ধি বন্ধ থাকবে। এরপর আবারও দাম বাড়াতে পারবে ভেরিসাইন।
এভাবে চলতে থাকলে ২০২৬ সালে বর্তমানের চেয়ে প্রায় আড়াই ডলার বৃদ্ধি পাবে ডটকম ডোমেইনের দাম। এভাবে প্রতি ৩ বছর পর পর ৭% পর্যন্ত দাম বাড়াতে পারবে ভেরিসাইন। পরে ২ বছর সেই দাম স্থির থাকবে। তারপর আবার ৩ বছর ধরে দাম বাড়তে পারে। এভাবে চলতে থাকবে।
এদিকে বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি যেমন নেমচিপ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মাঠে নেমেছে। কোম্পানিগুলো বলেছে তারা এর বিরুদ্ধে লড়াই করবে।